ঢাকা: সাভারের ধামরাইয়ে বাসচাপায় পিকআপের তিন যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকালে বাথুলি বাসস্ট্যান্ডে খুলনাগামী ফাল্গুনি পরিবহনের একটি বাস বিপরীতমুখী ওই পিকআপটিকে চাপা দেয়। এতে পিকআপের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।
গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।