নালিতাবাড়ী (শেরপুর) : ১০ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে নালিতাবাড়ীতে। গতকাল রবিবার (৫ জানুয়ারী) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন, সহসভাপতি দলিল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, চেয়ারম্যান ফারুক আহম্মেদ বকুল, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান দিপু, উপজেলা কৃষক লীগের আহবায়ক খন্দকার শফকুল ইসলাম শফিক, উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা মৎসজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম বিএসসি, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।