শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ‘ক্ষণগণনা’ উদ্বোধন এবং ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, উপজেলার বিভিন্ন দফতেরর কর্মকর্তবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, আগামী ১০ জানুয়ারী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সারা দেশের সাথে এক যোগে ক্ষণগণনা ঘড়ির উদ্বোধন করা হবে।
– ফরিদ আহম্মেদ রুবেল