কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ডাকাত সেজে একদল সন্ত্রাসী সেন্টু খাঁ নামে এক জেলের বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
গত (৬ জানুয়ারি) সোমবার রাত সাড়ে ৯টায় চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জেলে সেন্টু খাঁ’র স্ত্রী সাজেদা বেগম এ ঘটনার জন্য জেলা পরিষদের সদস্য মোশারেফ মৃধার ভাই ও ভাইয়ের ছেলেরা জড়িত রয়েছে বলে দাবী করেছেন।
সাজেদা বেগম আরও জানান, তিনি ঘটনার সময় নামাজ পড়তে ছিলেন সন্ত্রাসীরা প্রশাসনের লোক পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলেন। দরজা খোলার সাথে সাথে ওই ঘরে ঢুকে সেন্টু খাঁ’কে খুজঁতে থাকে। তাদের কথাবার্তা শুনে তিনি তাদেরকে চিনতে পেরেছেন। তারা জেলা পরিষদের সদস্য মোশারেফ মৃধার ভাই এবং ভাইয়ের ছেলেসহ অন্যরা ভাড়াটিয়া।
চম্পাপুর ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার জানান, মোশারেফ মৃধা এবং সেন্টু খাঁ একে অপরকে মারধর করে। তার জের ধরেই মোশারেফ মৃধার লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
জেলা পরিষদের সদস্য মোশারেফ মৃধা জানান, রাজনৈতিক কারনে তার উপর সেন্টু খাঁ’র লোকজন এ হামলা করেছে। বিষয়টি ভিন্নখাতে নেয়ার জন্য সেন্টু খাঁর লোকজন এ ঘটনা সাজিয়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে তিনি জানান।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে মামলা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
– রাসেল কবির মুরাদ