মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে উপজেলা পরিষদ মেঘমালায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আনিসুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফয়জুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন,বন ও নালিতাবাড়ী রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ।
সভায় সরকারি কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিবসটি যথাযথভাবে সফল করতে বিভিন্ন কমিটি গঠন করা হয়।