শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার ভারত সীমান্তঘেঁষা রাঙাজান গ্রামে সোমেশ্বরী নদীর তীরে অবস্থিত বধ্যভূমি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) সকালে প্রায় ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের এমপি প্রকৌশলী ফজলুল হক চাঁন।
এসময় অন্যান্যের মধ্যে শ্রীবরদীর ইউএনও নিলুফা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, আবদুল্লাহ সালেহ, হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধ চলাকালে গারোপাহাড়ের ভারত সীমান্তঘেঁষা রাঙ্গাজান গ্রামে অবস্থান করতেন শ্রীবরদী অঞ্চলের মুক্তিযোদ্ধারা। এ গ্রামের পাহাড়ি নদী সোমেশ্বরী পার হলেই ভারতের মেঘালয় রাজ্যের মহেন্দ্রগঞ্জ। মুক্তিযোদ্ধারা অপারেশন শেষে নৌকাযোগে নদী পার হয়ে মহেন্দ্রগঞ্জে অবস্থান নিতেন। ১৯৭১ সালে কুড়িকাহনিয়া কোটামনি যুদ্ধে আহত হন মুক্তিযোদ্ধা কেএম নাজমুল হাসান খান বুলবুলসহ তিনজন। পরে সহযোগীরা তাদের রাঙ্গাজান গ্রামে নিয়ে এলে তিনজনই মৃত্যুবরণ করেন। এসময় রাঙাজান গ্রামেই তাদের সমাহিত করা হয়। পরবর্তীতে পাকহানাদার বাহিনী হামলা চালিয়ে এ গ্রামের আরও ২৫ জন নিরীহ মানুষকে হত্যা করে পুঁতে রাখে।