1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

ভারতে রপ্তানীর অপেক্ষায় ইলিশের চালান বেনাপোল স্থল বন্দরে

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
রফিকুল ইসলাম, যশোর : যশোরের বেনাপোল স্থল বন্দরে এই প্রথম ইলিশের রপ্তানী চালান। ভারতে রপ্তানীর জন্য ১২হাজার কেজি ইলিশ মাছ দুটি ট্রাকে করে বেনাপোল বন্দরে অপেক্ষায় আছে।
সোমবার (১৪সেপ্টেম্বর) দুপুর ১২টায় বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন কেন্দ্রের সামনে যশোর-ট ১১-৪১৭৭ ও যশোর -ট১১-২৯৯২ নং ট্রাকে করে ৬ মে. টন মাছ আসে।
নীলা এন্টারপ্রাইজ সিএন্ডএফ প্রতিনিধি শাহিন জানান, রপ্তানীকারক জাহানাবাদ খুলনা হতে ইলিশের চালাটি ট্রাকে করে বন্দরে এসেছে।ভারতে রপ্তানী করার জন্য মাছের চালানের কাগজপত্রের সরকারি দপ্তরে সব কার্যক্রম করা হচ্ছে।কাগজপত্রের সব কার্যক্রম সঠিকতা শেষ হলে ভারতে প্রবেশ করবে।ভারতের মেসার্স জে কে ইন্টারন্যাশনাল আমদানিকারক ইলিশের প্রথম চালানটি গ্রহন করবে।
বেনাপোল মৎস্য পরিদর্শক আসাদুল হক জানান, ভারতে রপ্তানী জন্য ইলিশের প্রথম  চালানটি বেনাপোল বন্দরে এসেছে। সংশ্লিষ্ট সিএন্ডএফ কাস্টমসে কাগজপত্রের সঠিকতা যাচাই বাছাই কার্যক্রম চলছে। মৎস্য অধীদপ্তরের কাজ শেষ হলে ভারতে রপ্তানি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com