শেরপুর : শেরপুর সদর উপজেলার সাপমারি গ্রামে গলায় বেলুন আটকে শাওন নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, ওই গ্রামের শেখ ফরিদের শিশু ছেলে শাওন বুধবার সকালে মুখে নিয়ে বেলুন ফুলাচ্ছিল। এসময় অসাবধানতাবশত মুখে ঢুকে গিয়ে গলায় বেলুন আটকে যায়। পরে মা-বাবা শিশুটির গলা থেকে বেলুন বের করতে ব্যর্থ হয়ে শেরপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।