1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:১০ অপরাহ্ন

‘নুর অন‌্যায় করলে বিচার হবে, তাকে হয়রানি করা যাবে না’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

ঢাকা: গণস্বাস্থ‌্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আজ আমি খুব মর্মবেদনায় ভুগছি। ভিপি নুর যদি অন্যায় করে থাকে, সেটার বিচার হবে। তাকে হয়রানি করা যাবে না।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন পেশাজীবীসহ অন্যদের গ্রেপ্তার-নিপীড়ন-হয়রানি, ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ সারা দেশে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের নামে মামলা এবং সমসাময়িক বিষয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ‌্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ছাত্ররা একটা প্রসেশন (মিছিল) করেছে। তাদের বের হতে দেবেন না, সেটা তো হয় না। আপনারা জনগণকে বের হতে দিচ্ছেন না। সেজন্য দেশটা নৈরাজ্যের দিকে চলছে।’

দুর্নীতি প্রসঙ্গে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সবচেয়ে বড় দুর্নীতি করে সরকার স্বয়ং। এখানে মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার হরণ এবং মানবাধিকার লঙ্ঘন করা হয়, তার চেয়ে বড় দুর্নীতি আর কী হতে পারে? মালেকের দুইটা বাড়ি, আফজালের দশটা বাড়ি; এর চেয়ে বেশি দুর্নীতি সরকারের। সরকার তার নৈতিক অবস্থান হারিয়েছে। সরকারের অন্যায় আচরণ দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে। এজন্য সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, এখনও সময় আছে, সংশোধন প্রয়োজন।’

পেঁয়াজ আমদানি ইস্যুতে ভারতের পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার সমালোচনা করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। পচা পেঁয়াজ পাঠায়। এ নিয়ে আমরা তো কখনও সাহস করে বলতে পারি না।’

সংবাদ সম্মেলনে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শ্রমিক সংট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জাফরুল্লাহ চৌধুরী।

সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের সংকট বিষয়ে তিনি বলেন, ‘যখন করোনা আসে, আমি তখন বলেছিলাম, আমাদের উচিৎ হবে, বিদেশে থাকা আমাদের ১ কোটি শ্রমিক ভাই-বোনের চাকরি নিশ্চিত করা। এত দিন তারা আমাদের দেখাশোনা করেছে। সরকারের উচিত হবে কয়েক কোটি ডলার তাদেরকে পাঠানো এবং দেশগুলোর সঙ্গে সমঝোতা করা।’

বাংলাদেশে ভারতীয় করোনার টিকার ট্রায়াল প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত তো অন্যের জন্য ঠিকাদারি করছে। ভারতের তো এটা নিজস্ব আবিষ্কার না। একটি আন্তর্জাতিক জায়গায় গেলেও ভারতীয়রা নিজেদের সবসময় ভারতীয় ভাবে। কিন্তু আমরা আমাদের আন্তর্জাতিক ভাবি। ফলে আমাদের স্বার্থ রক্ষা করতে পারি না।‘

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com