শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকার ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে শাকিলের স্ত্রী রুমানা জামান ঝুমুরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। নির্যাতিত গৃহকর্মী পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার দরিদ্র কৃষক সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া পারভিন উরফে ফেলি (১০)।
জানা গেছে, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকার ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিল তার স্ত্রী সন্তান নিয়ে শহরের বিথি টাওয়ারের ৬ তলায় ভাড়া বাসায় থাকেন। প্রায় এক বছর যাবত তার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে পৌর শহরের মুন্সীপাড়া এলাকার হতদরিদ্র সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া পারভিন ওরফে ফেলি। কাজে যোগদানের পর থেকে গৃহকর্মী সাদিয়াকে বিভিন্ন অজুহাতে শারীরিক নির্যাতন করতো শাকিলের স্ত্রী রুমানা জামান ঝুমুর। বিষয়টি জেনেও পরিবারের অন্যান্য সদস্যরা কোনো ব্যবস্থা না নেয়ায় দিন দিন বেড়ে যায় নির্যাতনের মাত্রা। নির্যাতনে শিশু গৃহকর্মীর শারিরিক অবস্থার অবনতি হলে মাঝেমধ্যে জেলা ও উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়। তবে গত শুক্রবার সকালে শিশুটির শরীরে মারধর ও যৌনস্থানে আঘাতের কারণে অবস্থা বেগতিক হয়ে পড়ে। একপর্যায়ে সংবাদ পেয়ে পুলিশ রাত দেড়টার দিকে শহরের বিথি টাওয়ারের ৬তলা থেকে ওই শিশুকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে।
শেরপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক খায়রুল কবির সুমন জানিয়েছেন, মেয়েটির উপর অমানবিক নির্যাতনের চিহ্ন রয়েছে, যা দীর্ঘদিন ধরে করা হচ্ছে। শরীরের স্পর্শকাতর স্থানেও অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। পেটে পানি এসে গেছে। তার অবস্থা এখন সংকটাপন্ন বলেও জানিয়েছেন এ চিকিৎসক।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মেয়েটিকে রক্ষা করতে পুলিশ সার্বিক প্রচেষ্টা চালাচ্ছে।