আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া থেকে ইউরোপে বাংলাদেশসহ কয়েকটি দেশের অভিবাসন প্রত্যাশীদের নিয়ে পাড়ি জমানোর সময় ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে।
লিবিয়ার কোস্টগার্ড জানিয়েছে, বুধবার নৌকাটি লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলীয় শহর জালিতেন থেকে নৌকাটি যাত্রা করেছিল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, লিবিয়ার জেলেরা বৃহস্পতিবার রাতে ডুবে যাওয়া নৌকাটি শনাক্ত করতে সক্ষম হন। তারা ২২ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন। এদের মধ্যে বাংলাদেশ, সিরিয়া, মিসর, সোমালিয়া ও ঘানার নাগরিকরা ছিলেন। ডুবে যাওয়া ১৬ জনের মধ্যে এ পর্যন্ত তিন জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছে কিনা তা জানা যায়নি।