1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

সংবাদপত্রের স্বাধীনতা হরণের পথ থেকে সরে আসুন: ফখরুল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ঢাকা: সংবাদপত্রের স্বাধীনতা বিঘ্ন করার হঠকারিতা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বনানী হোটেল লেকশোরে লেখক জয়নাল আবেদীন এর ‘তারিক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসিস কনটেমপোরারি বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘‘কিছু সংখ্যক হঠকারি, উসকানিদাতা বিভিন্নভাবে সংবাদপত্রের স্বাধীনতা বিঘ্নিত করার চেষ্টা করছেন, ধ্বংস করার চেষ্টা করছেন; এটা কোনভাবেই কোন সচেতন মানুষের, দেশপ্রেমিক মানুষের মেনে নেওয়া উচিত নয়। আমি অনুরোধ জানাব, অনুগ্রহ করে এই ভয়াবহ আত্মহননের কাজ থেকে সরে আসুন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহযোগিতা করুন।’’

দুর্ভাগ্যক্রমে আজকে একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে বর্ণনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘সংবাদপত্রের ওপর আঘাত, স্বাধীনভাবে মতামত প্রকাশের প্রতি আঘাত যার জন্য আমরা সবসময় সংগ্রাম করেছি, লড়াই করেছি। বেগম খালেদা জিয়াই প্রথম ২০০১ সালে ক্ষমতায় আসার পরে সংবাদপত্রকে সম্পূর্ণ মুক্ত করেছিলেন।’’

তিনি বলেন, ‘‘আজকে আমাদের কোমলমতি ছাত্ররা যেসব কাজ করছে সেখান থেকে বের হয়ে আসতে হবে। এটা একটি অন্তর্বর্তী সরকার, তাদের পক্ষে সবকিছু এক সাথে করা সম্ভব নয়। আমাদের ধৈর্য ধরতে হবে, যাতে করে ন্যূনতম সংস্কার হয়। যেটা গতকাল আমাদের তারেক রহমান সাহেবও বলেছেন, যে সংস্কার করতে হবে। আমরা সংস্কারবিরোধী নয়, সংস্কার করেই নির্বাচনে যেতে চাই।’’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com