যশোর: যশোরে প্রকাশ্য দিবালোকে বোমা ফাটিয়ে ১৭ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শহরের ইউসিবিএল ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের আগমনী মোটরসের মালিক ইকবাল হোসেনের ছোট ভাই এনামুল হক (২৫) দুপুরে টাকা জমা দেওয়ার জন্য মোটরসাইকেলে করে ব্যাংকে আসেন। ইমন নামে অপর একজন তার সঙ্গে ছিলেন। তারা ব্যাংকের সামনে আসার সঙ্গে সঙ্গে টাকার ব্যাগ বহনকারী এনামুলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তারা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এক পর্যায়ে তার দুই হাতে, বুক ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। যাওয়ার সময় দুর্বৃত্তরা একটি বোমার ফাটিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। বোমার স্প্লিন্টারে ব্যাংকের এটিএম বুথ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা গুরুতর আহত এনামুলকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেন।
চিকিৎসাধীন এনামুল বলেন, প্রায় সতের লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে গিয়েছিলাম। ব্যাংকের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তিন ছিনতাইকারী আমাদের ওপর হামলা চালায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারেক শামস জানান, হাত, বুক ও পেটে ছুরিকাহত এনামুলের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানান্তর করা হয়েছে।
যশোর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) তাসমীম আহমেদ, পুলিশ ও র্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলের চারিদিকে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। ওই ক্যামেরাগুলো থেকে ভিডিওচিত্র সংগ্রহ করা হচ্ছে। পুলিশের একাধিক দল দুর্বৃত্তদের আটকে অভিযান শুরু করেছে।