হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মসিংহের হালুয়াঘাটে আব্দুল কাদির (৬৫) নামে এক বৃদ্ধকে দিনে-দুপুরে কুপিয়ে খুন করেছেন ইউপি চেয়ারম্যান জিহাদ হোসেন সিদ্দিকী ইরাদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাজিপুর গ্রামে বালু উত্তোলনকে কেন্দ্র করে এ হত্যাকান্ড চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১২নং স্বদেশী ইউপি চেয়ারম্যান ইরাদ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে লোকবল নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় ওই বৃদ্ধসহ অন্যদের উপর। এতে ঘটনাস্থলে আহত হয় আব্দুল কাদিরসহ অন্যারা। গুরুতর আহত অবস্থায় আব্দুল কাদিরকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি মারা যান।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান বলেন, আমরা চেয়ারম্যান জিহাদ হোসেন সিদ্দিকী ইরাদসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।