1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

পর্যটন-এয়ারলাইন্স সম্ভাবনার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : ভৌগলিক অবস্থানগত কারণে বাংলাদেশের পর্যটন এবং এয়ারলাইন্সের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে এখাতের আরও উন্নয়নের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘আমাদের অনেক সম্ভাবনা আছে। সেখানে আমরা সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারি। তাহলে একদিকে পর্যটনশিল্প, অপরদিকে এয়ারলাইনন্স মিলো অনেক টাকা উপার্জন করে দিতে পারে।’

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে গণভবন থেকে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন।

অনুষ্ঠানে রাজধানীর পান্থপথে পানি ভবন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ম্যুরাল’ ও বিমানবন্দরের ভেতরে ‘বঙ্গবন্ধু কর্নার’, বাংলাদেশ পর্যটন করপোরেশনের নবনির্মিত প্রধান কার্যালয় ‘পর্যটন ভবন’ এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন ঘোষণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের যে সংযোগ, বাংলাদেশ সেজন্য সবচেয়ে আদর্শ জায়গা হতে পারে। যদি আমরা সেভাবে উন্নত করতে পারি। জাতির পিতা সবসময় বলতেন তিনি বাংলাদেশকে সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলবেন।’

কক্সবাজার পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত। এতো বড় সমুদ্র সৈকত আর কোথাও নেই। এই যে পর্যটনের বিশাল একটা সম্ভাবনা আমাদের, সেই জায়গাটা উন্নত করা। সেই সঙ্গে আমরা যেহেতু ইন্টারন্যাশনাল এয়ার রুটের মধ্যে আছি, কাজেই অত্যন্ত আধুনিক উন্নতমানের এয়ারপোর্ট তৈরি করার পরিকল্পনা এবং কাজ শুরু করে দিয়েছি, বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আকাশপথেও আমরা একটা যোগাযোগ ব্যবস্থার উন্নতি করছি, অর্থাৎ সড়কপথ, নৌপথ, আকাশপথ তিন ধরনের যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছি। যোগাযোগ ব্যবস্থা যত সহজ হবে দেশের অর্থনৈতিক অবস্থা গতিশীলতা পাবে, উন্নত হবে। মানুষের যাতায়াতও সহজ হবে।’

আওয়ামী লীগ সরকারের দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ১৩টি অত্যাধুনিক বিমান এয়ারলাইন্সে যুক্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ সময় আঞ্চলিক বিমানবন্দর ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোকে আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমাদের বিমান যেন বিভিন্ন দেশে যেতে পারে। সেজন্য আলোচনা হচ্ছে। বিমানের নিরাপত্তা, সেবা, সবদিকে থেকেই যেন উন্নত হয় সেজন্য যথাযথভাবে আমরা কাজ করে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে দেখলাম আমেরিকার সঙ্গে একটি চুক্তি হয়েছে, যেখানে আমাদের বিমান যেতে পারবে। আমরা যখন থেকে বোয়িংগুলো কিনি, তখন থেকে এটা একটা প্রচেষ্টা ছিল, আমরা যেন আমেরিকায় আমাদের বিমান নিতে পারি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com