1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

জাহেদ আলী চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক হুইপ ও সংসদ সদস্য মরহুম আলহাজ্ব জাহেদ আলীর চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা দুইটার সময় নালিতাবাড়ী শহর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের কালিনগর মহল্লার বাইপাশ এলাকায় এ উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনশতাধিক নেতাকর্মী অংশ নেন।
শহর বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল আমীন, যুগ্ম-আহবায়ক আশরাফ আলী, ইউনুছ আলী দেওয়ান, ইসমাইল হোসেন, হাবিবুর রহমান লিটন, আমিনুল ইসলাম জিন্নাহ, জাহাঙ্গীর আলম, শহর বিএনপি’র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, আনোয়ার হোসেন (২), উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া মাকসিম, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহমান তারা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুম জাহেদ আলী চৌধুরী ১৯৯১ সাল থেকে নকলা-নালিতাবাড়ী (শেরপুর-২) আসনে বিএনপি প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিয়ে ২বার নির্বাচিত হন। ২০১১ সালের ৪ জানুয়ারি তিনি ঢাকাস্থ নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যু পর্যন্ত শেরপুর জেলা বিএনপি’র প্রাণ পুরুষ এবং অভিভাবক ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com