নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ঘটনায় জড়িত দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহিমা খাতুনের আদালত রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত রোববার রাতে র্যাবের একটি দল সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে অস্ত্রসহ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে র্যাব।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অস্ত্র মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠায়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।