গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাই-বোন হত্যা মামলায় ৩ সহোদরের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।
দণ্ডাপ্রাপ্তরা হলেন- আবুল হোসেন, হাফিজার রহমান ও আজিজল হোসেন। এদের মধ্যে আবুল হোসেন মারা গেছেন। এ মামলার অন্য তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া খালাস দেওয়া হয়েছে।
গাইবান্ধার পাবলিক প্রসিকিউটর শফিকুর রহমান শফিক জানান, ২০১৬ সালের ১২ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব জিনিয়া গ্রামে আবুল হোসেনের সঙ্গে প্রতিবেশি মফিজল হকের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব হয়। জমির পাকা ধান যাতে কাটতে না পারে সেজন্য সেখানে আবুল হোসেন ও তার স্বজনরা জমিতে বিদ্যুতের তার ছড়িয়ে রাখে। দ্বন্দ্বের জের ধরে ওই দিন প্রতিপক্ষ মফিজল হকসহ তার লোকজন নিয়ে বিবাদমান জমিতে ধান কাটতে যায়। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তসলিম উদ্দিন ও মর্জিনা বেগমের মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহত ব্যক্তিদের স্বজন মফিজল হক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘদিন তদন্তের পর সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার্দী ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে বিষয়টি প্রমাণিত হলে বৃহস্পতিবার সকালে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন।