শেরপুর : শেরপুর শহরের মোল্লাপাড়া মহল্লায় বাসায় ঢুকে বিদেশে মিশনে অবস্থানরত এক সেনা সদস্যের স্ত্রীকে নির্মমভাবে খুন করেছে দূর্বৃত্তরা। বুধবার দিবাগত গভীর রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শেরপুর সদর উপজেলার চরশেরপুর নয়াপাড়ার সফিকুল ইসলামের মেয়ে সৌরভীর বিয়ে হয় পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার আব্দুল হালিমের ছেলে সেনা সদস্য নাজিম উদ্দিনের সাথে। বর্তমানে বিদেশে মিশনে সুদানে আছেন সেনা সদস্য নাজিম উদ্দিন। তার দুই সন্তান নিয়ে স্ত্রী সৌরভী বসবাস করে আসছিলেন শেরপুর জেলা শহরের মোল্লাপাড়া মহল্লার নিজ বাসায়। গত বুধবার দিবাগত রাতের কোন এক সময় দূর্বৃত্তরা প্রথমে বাসার বিদ্যুতের লাইন কেটে দেয়। পরে বাসায় ঢুকে সৌরভীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে ফেলে রেখে যায়। তবে বাসার কোন মালামাল নিয়ে যায়নি বলে স্বজনরা জানান।
খবর পেয়ে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সৌরভীর লাশ উদ্ধার করে। নিহত সৌরভীর স্বজনরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানিয়েছেন। খুব দ্রুতই দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম।