1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

অন্তঃসত্ত্বা স্ত্রীকে চার টুকরো করে হত্যা করল পুলিশ কনস্টেবল

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় এক পুুলিশ সদস্য তার ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ৪ টুকরা করে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে শরণখোলা উপজেলার তাফালাবাড়ী বাজারের একটি ভাড়াটে বাসায়।
পুলিশ ও এলাকাবাসীর সুত্র জানায়, স্থানীয় তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির কনস্টেবল  মোঃ সাদ্দাম হোসেন (৩৫) তার দ্বিতীয় স্ত্রী জোসনা বেগম (৩০) কে নিয়ে তাফালবাড়ী বাজারের বাসিন্দা বেলায়েত তালুকদারের বাসায় বসবাস শুরু করে। পারিবারিক কলহের জের ধরে সাদ্দাম ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো । পাশের রুমের ভাড়াটেরা গত কয়েক দিন ধরে না  থাকার সুযোগ সাদ্দাম (বৃহস্পতিবার) গভীর রাতে তার ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জোসনা বেগম (৩৫) কে  নৃশংসভাবে হত্যা করে। হত্যার পর তার মৃতদেহ থেকে মাথা, দু’ হাতের কব্জি বিচ্ছিন্ন পেট কেটে ৪ টুকরা করে এবং তার বাচ্চা বের করে আনে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ (শুক্রবার) ভোর রাতে সাদ্দামের ওই ভাড়াটে বাসা থেকে জোসনার বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করে এবং পুলিশ কনস্টেবল সাদ্দামকে আটক করে। খবর পেয়ে রাতেই জেলা পুলিশ সুপার পঙ্কজ কুমার রায়সহ পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে এ ঘটনায়  নিহত জোসনার মা জুলেঘা বেগম বাদী হয়ে শুক্রবার শরণখোলা থানায় সাদ্দামের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জুলেখা বেগম জানান, প্রেম করে গত এক বছর আগে সাদ্দাম তার মেয়েকে বিয়ে করেন। জোসনার বাড়ি খুলনা জেলার রূপসা থানার চানপুর গ্রামে। সে ওই গ্রামের আবু বকর শেখের কন্যা। সাদ্দাম সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল গ্রামের বাসিন্দা আঃ লতিফের ছেলে।তিনি ২০১৩ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। গত তিন মাস আগে ফকিরহাট থেকে তাফালবাড়ীর ওই পুলিশ ফাঁড়িতে যোগদান করেন।

শরণখোলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে সাদ্দাম তার স্ত্রীকে হত্যার কথা প্রাথমিক জিঞ্জাসাবাদে স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com