যশোর : যশোরে বাসের মধ্যে এক নারী যাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মনির হোসেন নামে এক পরিবহন শ্রমিককে গ্রেফতারকরা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮অক্টোম্বর) গভীর রাতে যশোর শহরের মনিহার এলাকার কোল্ড স্টোরের কাছে এ ঘটনা ঘটে।
আটক মনির হোসেনের বাড়ি যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায়। ঘটনার শিকার ওই নারী মাঝে-মধ্যে যশোর থেকে রাজশাহী যাতায়াত করেন। এ জন্য রাজশাহীগামী এমকে পরিবহনের বাস কান্ডাক্টর মনির হোসেনের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, রাজশাহী থেকে আসা নারীকে ধর্ষণের অভিযোগে বাস কন্ডাক্টর মনির হোসেনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮অক্টোম্বর) রাতে তিনি অন্য একটি পরিবহনে করে রাজশাহী থেকে যশোরে এসেছিলেন।
পুলিশ জানায়, রাতে শালিখায় পৌঁছানো সম্ভব না হওয়ায় তিনি পূর্ব পরিচিত মনিরের সঙ্গে যোগাযোগ করেন। মনির কৌশলে তাকে শহরের মনিহার এলাকার কোল্ড স্টোরের কাছে রাখা এমকে পরিবহনের বাসের মধ্যে নিয়ে যায়। এরপর বাসের মধ্যেই তাকে ধর্ষণ করে।