1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে কম্বল বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুর উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষ, মুক্তিযোদ্ধা-বীরাঙ্গনা ও প্রতিরোধযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উদ্যোগের অংশ হিসেবে গত বুধবার (৮ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পর্যন্ত উপজেলার ১২ ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও আগামীকাল শনিবার মুক্তিযোদ্ধা-বীরাঙ্গনা ও প্রতিরোধযোদ্ধাদের মাঝে কম্বল বিরতণ করা হবে।
সূত্র জানায়, উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত প্রায় পাঁচশ ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে সহস্রাধিক কম্বল মিলে দেড় সহস্রাধিক কম্বল ১২ ইউনিয়নের শীতার্তদের মাঝে বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নে ঘুরে বিতরণ করা হয়। এছাড়াও আগামীকাল উপজেলার ১৬৬জন বীর মুক্তিযোদ্ধা-বীরাঙ্গনা ও ৩৪জন প্রতিরোধযোদ্ধার মাঝে একটি করে কম্বল বিতরণ করা হবে।
কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সহ-সভাপতি বিপ্লব বর্মন, যুগ্ম-সাধারণ সম্পাদক যোগেন রায়, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা, তথ্য সম্পাদক কাউন্সিলর জহুরুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা, আ’লীগ নেতা নাজিম উদ্দিন, শ্রমিক নেতা রেজাউল করিম, আব্দুল হান্নান তুলা প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে মূল্যায়ন করে মুক্তিযোদ্ধা-বীরাঙ্গনা ও প্রতিরোধ যোদ্ধাদের মাঝে শনিবার কম্বল বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com