নালিতাবাড়ী (শেরপুর) : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কাচারীপাড়াস্থ দলীয় কার্যালয়ে দিবসটি পালন করা হয়।
শুক্রবার সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুলের সঞ্চালনায় আলোচনায় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি দলিল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আছমত আরা আছমা, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বুলু, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, শহর যুব লীগের সভাপতি মেহেদী হাসান রাজন, ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল, মিজানুর রহমান মিজান, খোরশেদ আলম খোকাসহ আওয়ামী লীগ, যুব লীগ, কৃষ কলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মৎস্যজীবি লীগের নেতৃবৃন্দ। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।