আন্তর্জাতিক ডেস্ক : আইনশৃ্ঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার আগে সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফ মারা গেলে তার লাশ এনে রাজধানী ইসলামাবাদে পার্লামেন্টের বাইরে চৌরাস্তায় তিন দিন দড়িতে ঝুলিয়ে রাখার আদেশ দিয়েছে পাকিস্তানের একটি আদালত। বৃহস্পতিবার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ তথ্য জানা গেছে।
২০০৭ সালের ৩ নভেম্বর অবৈধভাবে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করায় রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার পেশোয়ার হাই কোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমাদ শেঠ নেতৃত্বাধীন তিন বিচারকের বেঞ্চ মোশাররফের মৃত্যুদণ্ড দেয়। মোশাররফ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই রায়ে প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার অসন্তোষ প্রকাশ করে জানিয়েছে, এতে ‘ফাঁকা ও দুর্বলতা’ রয়েছে।
আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রতীকি হলেও এই রায় একেবারেই অসাংবিধানিক।
আইনমন্ত্রী ফারোঘ নাসিম জানিয়েছেন, সরকার তিন বিচারকের বেঞ্চের প্রধান ওয়াকার আহমাদ শেঠকে অপসারণের চিন্তা করছে। কারণ তিনি বিচারবিভাগীয় আচরণ লঙ্ঘন করেছেন এই রায়ের মাধ্যমে।
তিনি বলেন, ‘আমাদের অভিযোগ হচ্ছে, এই ধরনের বিচারক হাই কোর্ট অথবা সুপ্রিম কোর্টের কর্তৃত্বে থাকতে পারে না। তিনি অযোগ্য’।
সেনাবাহিনীর পক্ষ থেকেও এই রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়েছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘আজকের সিদ্ধান্ত, বিশেষ করে যে শব্দগুলি ব্যবহার করা হয়েছে তা মানবতা,ধর্ম, সভ্যতা কিংবা যে কোনো মূল্যবোধের পরিপন্থী’।