নকলা (শেরপুর) : শনিবার সন্ধ্যায় শেরপুরের নকলায় পুকুরে মাটি ভরাট করতে গিয়ে ট্রাক্টর উল্টে নিজ ট্রাক্টর চাপায় নিহত হয়েছে শফিকুল ইসলাম (২২) নামে এক যুবক। সে নালিতাবাড়ী উপজেলার পূর্ব কাপাসিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নকলা বাজারদী এলাকায় জনৈক নজরুল ইসলামের একটি পুকুর ট্রাক্টরে করে মাটি এনে ভরাট করছিল শফিকুল ইসলাম। সন্ধ্যা ছয়টার দিকে পুকুরে মাটি ফেলার সময় অসাবধানতাবশত ট্রাক্টরটি উল্টো যায়। এসময় নিচে চাপা পড়ে নিহত হয় এর চালক শফিকুল ইসলাম। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।