হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে আজ ২য় দিনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আয়োজনে শনিবার সকালে এ উপলক্ষে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সানফ্লাওয়ার মডেল স্কুল প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম’র সভাপতিত্বে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাওখাওয়াত হোসেন ফকির, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস সহ উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, স্কুল শিক্ষক-শিক্ষার্থী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ।
অনুষ্ঠানস্থলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী ও জীবনাদর্শ সম্পর্কে বক্তারা আলোকপাত করেন। এছাড়াও রাতে দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে উপজেলা কোর্ট ভবন চত্ত্বরে আতশবাজি উৎসবের আয়োজন করা হয়েছে।
– মাজহারুল ইসলাম মিশু