নকলা (শেরপুর) : নিষেধ সত্বেও গাঁজার ব্যবসা চালিয়ে আসায় গর্ভধারীনি মা’কে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করল গর্ভজাত ছেলে কামাল হোসেন। শনিবার (১১ জানুয়ারি) শেরপুরের নকলা উপজেলার বাছুর আলগা দক্ষিণ গ্রামে বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ধৃত জোসনা খাতুন (৫২) ওই গ্রামের মৃত জমশেদ আলী জঙ্গুর স্ত্রী।
পুলিশ জানায়, বেশ কিছুদিন যাবত জোসনা খাতুন গাঁজা সেবন ও ব্যবসায় জড়িয়ে পড়েন। ছেলে কামাল হোসেন এতে বারবার নিষেধ করলেও তা মানছিলেন না মা জোসনা। শনিবার বিকেলে জোসনা খাতুন নিজ ঘরে বসে গাঁজা সেবন করতে থাকলে ছেলে কামাল হোসেন চন্দ্রকোণা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মুস্তাফিজুর রহমানকে সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জোসনা খাতুনকে ১শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। আটক জোসনার বিরুদ্ধে নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে।