রফিকুল ইসলাম, যশোর : যশোরের নাভারনে ১৯তম বার্ষিক সিরাতুন্নবী (সাঃ) মাহফিল-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে গ্যারেজপঁট্টি ও ব্যবসায়ী বৃন্দের আয়োজনে প্রতি বছরের ন্যায় আরবী রবিউল আওয়াল মাসের ১২ তারিখে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু’র সভাপতিত্বে ইক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহারাব হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাভারন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, বিশিষ্ট আলেমে দ্বীন, মোফাচ্ছিরে কোরআন- আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আব্দুস সামাদ কাসেমী।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন, মোফাচ্ছিরে কোরআন- হাফেজ মাওলানা মোঃ আব্দুল গফ্ফার। দ্বিতীয় বক্তা ছিলেন, আলহাজ্ব হযরত মাওলানা শাহাজান কবির (চরমোনাই)।