1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ওপর হামলা : হামলাকারী আটক

  • আপডেট টাইম :: রবিবার, ১ নভেম্বর, ২০২০

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন শ্রীবরদী-বকশিগঞ্জ সড়কে সেতুর ওপর এ ঘটনা ঘটে। এতে আহত মোতাহারুল ইসলাম লিটনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারী হোটেল শ্রমিক মঞ্জু (৩২) পৌর শহরের পূর্ব চককাউরিয়া এলাকার গুচ্ছু মিয়ার ছেলে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
জানা যায়, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন পৌর শহরের তাতিহাটি এলাকার বাসা থেকে দলীয় কার্যালয়ে মোটরসাইকেলে আসছিলেন। পথিমধ্যে কার্যালয় সংলগ্ন সেতুর ওপর এলে মাদকসেবী হোটেল শ্রমিক মঞ্জু পিছন থেকে রড দিয়ে অতর্কিতভাবে তার মাথায় আঘাত করে। এতে লিটনের মাথায় গুরুতর জখম হয়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পরই অভিযান চালিয়ে হামলাকারী মঞ্জুকে আটক করে পুলিশ।
এদিকে হামলার প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com