আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে মাদিলাহাট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে মাদিলাহাট ব্যবসায়ী সমিতি ফুটবল একদশকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে মাদিলাহাট এনজিও কর্মী ফুটবল একাদশ।
সকাল ১০টায় উপজেলার সিদ্দিশী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে অতিথি হিবেবে উপস্থিত ছিলেন বেতদিঘী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ফুলবাড়ী প্রেসক্লাবের প্রচার সম্পাদক আল হেলা চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক আজকালের খবর ও বাংলাদেশ রয়টার্স প্রতিনিধি প্লাবন শুভ, শিক্ষক জাহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম, জয়ন্ত রায়, দলিলুর রহমান রাসেল ইসলাম, ফজলে রাব্বি, আক্তারুল ইসলাম, কাজল ও সিদ্দিক হোসেন প্রমুখ।
৪০ মিনিটের আয়োজিত ফুটবল টুর্নামেন্টে মাদিলাহাট ব্যবসায়ী সমিতি ফুটবল একদশকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয় মাদিলাহাট এনজিও কর্মী ফুটবল একাদশ। পরে বিজয়ী দলকে পুরষ্কার হিসেবে ছাগল প্রদান করা হয়।