নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি খরস্রোতা নদী ভোগাই দখলমুক্ত ও নদীর দুই পারে বেড়িবাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা।
রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার সময় নালিতাবাড়ী শহরের ভোগাই নদীর ব্রিজের উপর এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক ও নালিতাবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী রাজিয়া সুলতানার নেতৃত্বে মানব বন্ধনে উপজেলা ওয়ার্কার্স পার্টি, জাতীয় কৃষক সমিতি ও ক্ষেত মজুর ইউনিয়নের অর্ধশতাধিক নেতা-কর্মী ও নারী-পুরুষ অংশ নেন।
এসময় তারা ভারতের মেঘালয়ের তুরা থেকে সৃষ্ট নালিতাবাড়ীর পাহাড়ি নদী ভোগাইয়ের দুইপারে দখল হওয়া জায়গা দখল মুক্ত করার পাশাপাশি ভোগাইয়ের দুই পাশে বেড়িবাঁধ নির্মাণের দাবী জানান।