নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১০নং যোগানিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে আবেদন করেছেন একই পরিষদের ৯ সদস্য। রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের কার্যালয়ে ওই প্রস্তাব দাখিল করা হয়।
প্রস্তাবে বলা হয়, যোগানিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউপি সদস্য আমির হোসেন দায়িত্ব পালনে অবহেলা করেন এবং তিনি দুর্নীতিগ্রস্থ হওয়ায় তার ওইসব কর্মের দায়ভার পরিষদের অন্য সদস্যদের বহন করতে হয়। ইতিমধ্যেই তার নামে দুর্নীতির মামলা বিচারাধীন। এমতাবস্থায় ভবিষ্যতে আরও মামলার ভয়ে তারা দুর্নীতিগ্রস্থ ওই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অধীনে কাজ করতে নারাজ।
আবেদনে সংরক্ষিত নারী আসনের দুই সদস্য নুরুন্নাহার ও ফাতেমা বেগম এবং সদস্য মোস্তফা মাহমুদ, আব্দুল মান্নান, জমশেদ আলী, আব্দুর রশিদ, আমান উল্লাহ, কামাল হোসেন ও আহাম্মদ আলী স্বাক্ষর করেন।
তারা জানান, নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান হত্যা ও অস্ত্র মামলায় কারাগারে থাকায় অনেক আশা নিয়ে আমির হোসেনকে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার প্রস্তাব দিয়েছিলেন। এখন আমির হোসেনের কর্মকান্ডে নিজেদের সুরক্ষায় বাধ্য হয়েই অনাস্থা প্রস্তাব এনেছেন।
তবে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আমির হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, অন্য সদস্যরা তার পক্ষেই রয়েছেন।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ৮ এপ্রিল যোগানিয়া ইউপি’র চেয়ারম্যান হাবিবুর রহমান হবির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল একই পরিষদের ১২ সদস্য।