1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

নালিতাবাড়ীতে বালু উত্তোলনবিরোধী অভিযান অব্যাহত, আরও ড্রেজার ধ্বংস বালু জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ১ নভেম্বর, ২০২০
  1. নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুর জেলা প্রশাসনের নির্দেশে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান অব্যাহত রেখেছে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজও (১ নভেম্বর রোববার) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ ও একটি ড্রেজার ধ্বংস করা হয়েছে।
    জানা গেছে, জেলা প্রশাসনের নির্দেশে সম্প্রতি উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আঁটসাঁট বেঁধে মাঠে নেমেছেন। গত কয়েকদিনে বেশকিছু শ্যালুচালিত ড্রেজার ধ্বংস এবং অন্তত হাজারো ঘনফুট বালু জব্দ করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নাকুগাঁও ও হাতিপাগার এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে এনে রাখা হয়েছে।
    আজ রোববার উপজেলার বরুয়াজানি গ্রামে অভিযান চালানো হয়। এসময় ওই গ্রামের হৃদয় ব্রিকস এলাকায় দর্শা খালে সদ্য স্থাপিত জনৈক শফিউদ্দিনের একটি শ্যালুচালিত ড্রেজার ধ্বংস করা হয়। এছাড়াও বিভিন্ন স্থান থেকে জব্দ করে আনা হয় অবৈধভাবে উত্তোলিত বালু।
    অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম জানান, কোনভাবেই অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। যেসব জায়গায় অবৈধ বালু পাওয়া যাবে সেসব বালু জব্দ করে আনা হবে। পরবর্তীতে ওইসব বালু হতদরিদ্রদের জন্য সরকারীভাবে গৃহ নির্মাণে ও খাস জমি ভরাটে ব্যবহার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com