ঝিনাইগাতী (শেরপুর ): শেরপুরের ঝিনাইগাতীতে স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের সংগ্রামের অগ্রসৈনিকদের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জাসদ ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে ১ নভেম্বর রবিবার বিকেলে ঝিনাইগাতীর খাদ্য ব্যবসায়ী সমিতির হল রুমে এক আলোচনা সভার আয়োজন করে। ঝিনাইগাতী উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকের সঞ্চালনায় জনসভায় জাসদের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা জাসদের সহ-সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।
এসময় আরো বক্তব্য রাখেন- জাতীয় যুবজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম হিরো, নালিতাবাড়ী উপজেলা জাসদের সভাপতি লাল মোহাম্মদ কিবরিয়া, শ্রীবরদী উপজেলা জাসদের সভাপতি কোহিনুর ইসলাম, ঝিনাইগাতী উপজেলা জাসদের প্রচার সম্পাদক মুখলেছুর রহমান লালচান, শেরপুর জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মান্নান সহজাসদের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাসদ ঝিনাইগাতী উপজেলা শাখার তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীগণ।
– মোহাম্মদ দুদু মল্লিক