নালিতাবাড়ী (শেরপুর) : এবার পূর্ব শত্রুতার জেরে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধকে শ্লীলতাহানী ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ফাঁসানোর চেষ্টা চালিয়েছে এক গৃহবধূ। এলাকাবাসী বলছেন, বৃদ্ধের প্রতি প্রতিশোধ এমনকি নিজের দোষ লুকাতে এমন চেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তবর্তী তারানী গ্রামে।
শ্লীলতাহানীর অভিযোগের সূত্রধরে সরেজমিন তদন্তে জানা যায়, তারানী গ্রামের ৭৩ বছর বয়সী অছিম উদ্দিন ও কাছাকাছি বসবাসকারী গৃহবধূ বানেছা খাতুনের (৩৪) মধ্যে বিভিন্ন টুকিটাকি বিষয় নিয়ে গত প্রায় দশ বছর যাবত বিরোধ চলে আসছে। গত ২৮ অক্টোবর বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে ওই গৃহবধূর বাড়ির পাশে থাকা বন বিভাগের আকাশমনির বাগানে গরু চড়াতে যান বৃদ্ধ অছিমদ্দিন। এসময় গৃহবধূর সাথে (ভিন্ন বিষয়) ঝগড়া বাঁধে। পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান পর্যন্ত গড়ালে তিনি সংশ্লিষ্ট ইউপি সদস্য রফিজ উদ্দিনের মাধ্যমে উভয়পক্ষে মিমাংসার প্রস্তাব দেন। কিন্তু কতিপয় ব্যক্তির ইন্ধনে মিমাংসায় না গিয়ে ৩ নভেম্বর শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বৃদ্ধ অছিমদ্দিনের বিরুদ্ধে নিজের শ্লীলতাহানী ও ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে অভিযোগ দাখিল করে গৃহবধূ বানেছা খাতুন। পরে আদালত অভিযোগটি তদন্তের জন্য নালিতাবাড়ী থানায় প্রেরণ করেন। শুধু তাই নয়, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বৃদ্ধের বয়স ৭৩ বছর হলেও মামলা পাকাপোক্ত করতে দেখানো হয়েছে ৫৫ বছর।
এলাকাবাসী জানায়, অছিমদ্দিনের সাথে ওই গৃহবধূর বিরোধ প্রায় দশ বছর হলো। প্রকৃতপক্ষে, শ্লীলতাহানী ও ধর্ষণ চেষ্টার মতো কোন ঘটনাই ঘটেনি। এসময় তারা উল্টো বলেন, নিজের দোষ ঢাকতেই বরং অছিমদ্দিনের প্রতি এমন অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী বানেছা খাতুন ও তার ছেলে বাবুল মিয়া শ্লীলতাহানী ও ধর্ষণ চেষ্টার অভিযোগ আনলেও এ প্রতিবেদকের কাছে পূর্ব শত্রুতার কথা স্বীকার করে।
এদিকে মামলার ১নং সাক্ষী সংশ্লিষ্ট ইউপি সদস্য রফিজ উদ্দিন জানান, আগে থেকেই তাদের মধ্যে ঝামেলা চলছিল। শ্লীলতাহানীর মতো কোন ঘটনা ঘটেছে কি না আমি জানি না, দেখিওনি। তবে ঘটনার দিন (২৮ অক্টোবর দুপুরে) আমি সেদিক দিয়ে যাচ্ছিলাম, তখন তাদের মধ্যে ঝগড়াঝাটি দেখেছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা জানান, উভয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। শ্লীলতাহানীর মতো কোন ঘটনা ঘটেনি বলেই জানি। এ জন্য দুইপক্ষের মধ্যে বিষয়টি আমি মিমাংসার কথা বলেছিলাম। কিন্তু বানেছা অন্যের পরামর্শে আদালতে শ্লীলতাহানী ও ধর্ষণ চেষ্টার অভিযোগ এনেছে।