স্টাফ রিপোর্টার: ১৩ বছর যাবত সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী আক্রাম হোসেন (৪২) কে গ্রেফতার করেছে শেরপুরের নকলা থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নকলা উপজেলার ছাতুগাঁও এলাকার আক্রাম হোসেনের বিরুদ্ধে ১৩ বছর আগে শেরপুর আদালতে যৌতুকের মামলায় ৬ মাসের কারাদন্ড হয়। এরপর থেকেই আক্রাম হোসেন আত্মগোপন করে। গাজীপুরের কোনাবড়ি এলাকায় নাম পরিবর্তন করে ছদ্মনামে অবস্থান করছিল সে। এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে নকলা থানা পুলিশ তাকে কোনাবাড়ি থেকে গ্রেফতার করে।