নালিতাবাড়ী (শেরপুর) : প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত নালিতাবাড়ীর পাহাড়ের গহীনে চলে লাখ লাখ টাকার জুয়ার বোর্ড। স্থানীয় একটি চক্রের মাধ্যমে এ বোর্ডটি চলে আসছে গত প্রায় চার মাস যাবত। ভারতের সীমান্ত রেখার কাছাকাছি এবং বিজিবি ক্যাম্প ও পুলিশ ফাঁড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিয়মিত এ বোর্ড বসলেও খেয়ালে নেই সংশ্লিষ্টদের।
স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে ও অনুসন্ধানে জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমানা ঘেঁষা নাকুগাঁও পাহাড়ের গহীনে জনমানবহীন জঙ্গলে গত প্রায় চার মাস যাবত চলছে জুয়ার বোর্ড। প্রতিদিন বিকেলে চারটার পর থেকে জুয়াড়িরা আসতে থাকে, বোর্ড চলে গভীর রাত পর্যন্ত। কালাকুমা গ্রামের মৃত ইসমাইলের ছেলে আব্দুল হালিম (৩৩), নাকুগাঁও গ্রামের আব্দুর রহিমের ছেলে উমর আলী (৩০), আব্দুল জব্বারের ছেলে মইজ উদ্দিন (২৭), অস্টর আলীর ছেলে আল আমিন (২৩) এ বোর্ড আয়োজনে সংশ্লিস্ট। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের উপজেলা থেকে প্রায় অর্ধশত জুয়াড়ি নিয়মিত আসা-যাওয়া করে এখানে। চলে লাখ লাখ টাকার ‘কাইত’ খেলা।
অনুসন্ধানে জানা গেছে, প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলা জুয়ার বোর্ডটি নিয়ে পাহাড়ের জনমানবহীন জঙ্গলের একেক জায়গায় একেকদিন বসে জুয়াড়িরা। সদ্যবিদায়ী বর্ষার বৃষ্টিকে ছাপিয়ে তাবু টানিয়ে পর্যন্ত চলেছে এ খেলা। খেলার স্থান থেকে হাতিপাগার বিজিবি ক্যাম্প ও নাকুগাঁও ইমিগ্রেশন পুলিশ ফাঁড়ির দূরত্ব প্রায় এক কিলোমিটার। খেলার স্থান থেকে অন্তত আধাকিলোমিটার দূরে ছোট যানবাহন রেখে পায়ে হেঁটে পাহাড় বেয়ে যেতে হয়। পথে পথে থাকে সতর্ক করার জন্য বিশেষ সোর্স। নাকুগাঁও পাহাড়ের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে চলে এ জুয়ার বোর্ড। ফলে বোর্ডের আশপাশে পৌছার আগেই সতর্ক অবস্থান নেয় জুয়াড়িরা। চলে নির্বিঘ্নে জয়ার আসর। তবে গত প্রায় চার মাস ধরে জুয়ার এ স্থানটি স্থানীয় সকলের কাছে ব্যাপক পরিচিত হওয়ার পরও কিভাবে প্রশাসনের চোখ এড়িয়ে চলছে এ জুয়ার বোর্ড এ নিয়ে রয়েছে প্রশ্ন?
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন বিকেলে হলেই জুয়াড়িরা প্রকাশ্যে দলে দলে পায়ে হেঁটে পাহাড়ে প্রবেশ করে। প্রতিদিন চলে অন্তত ২-৩ লাখ জুয়া। এর ফলে অনেক পরিবার নিঃস্ব হতে চলেছে। অন্যদিকে জুয়ার বোর্ড বসিয়ে চক্রটি হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমতাবস্থায় তারা বিষয়টি নিয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।