নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাঁচগাঁও গ্রামের দিনমজুর আব্বাছ আলীর শিশুকন্যা আরমিনার চোখ অপারেশনের জন্য ৫০ হাজার টাকা নিয়ে পাশে দাড়ালেন ডেনমার্ক প্রবাসী হালুয়াঘাটের বাসিন্দা নাজমুল হাসান। নাজমুল হাসান তার শ্যালক তামিমকে দিয়ে ও চ্যানেল বাংলা টিমকে সাথে নিয়ে সহযোগিতার এ টাকা আজ শুক্রবার (১৩ নভেম্বর) পৌছে দেওয়া হয় আরমিনাদের বাড়ি।
জানা গেছে, প্রায় দুই মাস আগে দিনমজুর আব্বাছ আলীর তিন বছর বয়সী কন্যা আরমিনা তারই ছোট চাচার শিকার করে আনা একটি বক পাশে বসে দেখছিল। এসময় খাচার মধ্য থেকে ঠোঁট বের করে আকস্মিক আরমিনার বাম চোখে ঠোকর দেয়। এতে আরমিনার বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়। নিজেদের সামর্থে প্রায় ত্রিশ হাজার টাকা ব্যয় করে আরমিনার চিকিৎসা করানো হলেও তার চোখ পূর্ণাঙ্গ সুস্থ হয়নি। এমতাবস্থায় চিকিৎসক চোখের চিকিৎসায় আরও ৬০ হাজার টাকা লাগবে বলে জানিয়ে দেন। এমতাবস্থায় আরমিনার পরিবার দুঃশ্চিন্তায় পড়ে। খবর পেয়ে চ্যানেল বাংলা টিম কয়েকদিন আগে আরমিনাদের বাড়ি যায় এবং বিষয়টি সরাসরি সম্প্রচার করে। এ সম্পচার দেখেন নালিতাবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রহমানের মেয়ের জামাতা ডেনমার্ক প্রবাসী নাজমুল হাসান। তিনি আরমিনার চিকিৎসায় এগিয়ে আসেন। খোঁজ নিয়ে জানা যায়, ইতিমধ্যেই আরমিনার পরিবার ১৫ হাজার টাকা সহযোগিতা পেয়েছেন। ফলে ৫০ হাজার টাকা তিনি তার শ্যালক তামিমকে দিয়ে পাঠান। শুক্রবার বিকেলে তামিম ও চানেল বাংলা টিম আরমিনাদের বাড়ি গিয়ে ওই টাকা দিয়ে আসেন।
এসময় স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ ও আরমিনার পরিবার সন্তোষ প্রকাশ করে সহযোগিতাকারীদের জন্য মঙ্গল প্রার্থনা করেন।