শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে ২০১৯-২০ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের আওতায় সিআইজি মৎস্য চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তর শ্রীবরদী’র আয়োজনে দহেরপাড় সিআইজি মৎস্য সমবায় সমিতির সভাপতির বাড়ীতে মৎস্য চাষিদের নিয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিআইজি মৎস্য সমিতির গুরুত্ব ও মৎস্য চাষের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মজিদ। শেরপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হকের সভাপতিত্বে ও শ্রীবরদী উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা মৎস্য দপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ প্রমুখ।
এসময় উপজেলার দহেরপাড় সিআইজি মৎস্য চাষি সমবায় সমিতির সদস্য সহ মৎস্য চাষি ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে মৎস্য খামারিরা তাদের পুকুর থেকে মাছ উত্তোলন করে প্রদর্শন করেন।
– ফরিদ আহম্মেদ রুবেল