শেরপুর : বাংলাদেশ কৃষি ব্যাংক শেরপুর শাখায় গত দুই সপ্তাহ ধরে ম্যানেজার না থাকায় এই গুরুত্বপূর্ণ শাখাটিতে আর্থিক লেনদেন সহ বিভিন্ন ক্ষেত্রে স্থবিরতার সৃষ্টি হয়েছে।
গত বছর ৩০ ডিসেম্বর ম্যানেজার এস এম ফিরোজ এলপিআর-এ চলে যান। নিয়ম অনুযায়ী কোন শাখায় ম্যানেজারের পদ শূন্য হলে তাৎক্ষণিকাভাবে একজন ম্যানেজার স্থলাভিষিক্ত করা হয়। কিন্তু দুই সপ্তাহ অতিক্রান্ত হতে চললেও কর্তৃপক্ষ শেরপুর শাখায় কোন ম্যানেজার দেননি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কৃষি ব্যাংক শেরপুর শাখার সেকেন্ড অফিসার এ প্রতিবেদককে জানান, তাকে আনুষঙ্গিক কাজ করার দায়িত্ব দেওয়া হলেও আর্থিক লেনদেনের ক্ষমতা দেওয়া হয়নি। ফলে গ্রাহক সেবায় নানা প্রকার বিঘ্ন ঘটছে।
কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগী গ্রাহকদের দাবী, এফডিআর, ঋণ প্রদান, অর্থ লেনদেন ও অন্যান্য কার্যক্রম সম্পাদন করার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক শেরপুর শাখায় অবিলম্বে একজন ম্যানেজার পোস্টিং দেওয়া হোক।