মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতীর মহারশী নদীর সন্ধ্যাকুড়া-ফাকরাবাদ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি শ্যালুচালিত ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এবং সহকারী কশিমনার (ভূমি) জয়নাল আবেদীনে যৌথ নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা গেছে, বালুর ইজারাদার সুলতান মাহমুদের ইজারার বাইরে নিয়মনীতি ভঙ্গ করে শ্যালুচালিত ড্রেজার দ্বারা বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে বন বিভাগের সংরক্ষিত বাগানসহ মহারশী নদীর উপর সন্ধ্যাকুড়া ব্রীজের হুমকীর মুখে পড়ে। এমতাবস্থায় সরকারী বনাঞ্চল ও ব্রীজ রক্ষায় বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।