শেরপুর: শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার নিয়মিত শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিতায় তিনি ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে শহরের দক্ষিণ গৌরীপুর, বাগরাকসা, রাজাবাড়ীসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেছেন। ওইসময় তিনি মানুষের দোড়গোড়ায় পৌঁছে নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন। সেইসাথে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে রফিকুল ইসলাম আধারের সাথে সমাজসেবক মাছুদুল আলম সরকার, সুলতান মাহমুদ সুজন, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, জুলহাস উদ্দিন, ডাঃ এসআরডি আলম, মাওলানা আব্বাস উদ্দিন, যুবলীগ নেতা মনোয়ার হোসেন মনু, মিজানুর রহমান মুক্তা, তারিকুল ইসলাম তারেক, কৃষিবিদ মঞ্জুরুল ইসলাম মিঠুন, মনিহার হোসেন, মইনুল হোসেন প্লাবন, রাকিবুল আলম, মাহিন আহমেদ বাপ্পী, রিয়াদ হাসান হাবিল, রাকিবসহ অর্ধশতাধিক সমর্থক উপস্থিত ছিলেন।