নারায়ণগঞ্জ : নিয়োগবিধি সংশোধন করে বেতন-বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করেছে নারায়ণগঞ্জ বন্দরের স্বাস্থ্যকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ১১টায় নবীগঞ্জস্থ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বন্দর থানা শাখা’র ব্যানারে শান্তিপূর্ণ পরিবেশে ওই কর্মসূচী পালন করেন তারা। নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশন ও টেকনিক্যাল
পদমর্যাদার দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও স্বাস্থ্য পরিদর্শক মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে কর্মবিরতি কর্মসূচীতে অংশ নেন কমিটির যুগ্ম আহবায়ক আফরোজা নাহার, সদস্য সচিব ও স্বাস্থ্য সহকারি মুহাম্মদ আল মামুন, সদস্য রাজিবুল হক ও বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিবৃন্দ।