যশোর : যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপত্বি করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আনারস প্রতিকের প্রার্থী দীন মোহাম্মদ দীলু পাটোয়ারি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারি, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার টফি, জহুরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিন উদ্দীন বিশ্বাস, আ’লীগ নেতা ডাক্তার নুরুল ইসলাম, জাকির হোসেন, মিলন কুমার বিশ্বাস, ইউপি সদস্য মনিরুল ইসলাম, যুবলীগ নেতা রয়েল হোসেন, ছাত্রলীগ নেতা আলী আজগর হৃদয় প্রমুখ।
সভায় ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রার্থীর প্রায় সহস্রাধিক কর্মী ও সমর্থকেরা অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। প্রয়াত উপজেলা চেয়ারম্যানের স্ত্রী ভিক্টোরিয়া পারভীন সাথী নৌকা প্রতিক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান ধানের শীষ প্রতিকে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।