শ্রীবরদী (শেরপুর): “হাতি একটি নিরিহ প্রাণী, আসুন একে রক্ষা করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীর বালিজুরি রেঞ্জ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে মানুষ ও হাতি দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক কর্মশালা।
শুক্রবার বিকেলে বালিজুরি রেঞ্জ আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বন বিভাগের শেরপুর সহকারি বন সংরক্ষক প্রাণতোষ চন্দ্র রায়।
রানীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- স্থানীয় বাসিন্দা ও বালিজুরি এলিফেন্ট রেসপন্স টিমের সভাপতি জাকির হোসেন জিকু, আদিবাসী নেতা লবকোশ মন্ডল ও বীরমুক্তিযোদ্ধা অহিরদ্দিন প্রমুখ। কর্মশালায় অংশগ্রহণ করেন এলিফেন্ট রেসপন্স টিমের সদস্য, সদস্যা ও বনাঞ্চলের বসবাসকারীরা।