1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

শ্রীবরদীতে ইটভাটা শ্রমিক নিখোঁজ

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সোহেল মিয়া (৩১) নামে ইটভাটা শ্রমিককে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে থেকে খোঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের লোকজন। নিখোঁজ সোহেল মিয়া শ্রীবরদী সদর ইউনিয়নের নয়ানী শ্রীবরদী গ্রামের গোলাম হোসেনের ছেলে। সে জালাল ব্রিকস-এ কাজ করতো।
জানা গেছে, সোহেল মিয়া দীর্ঘদিন যাবত জালাল ব্রিকসে কাজ করে। গত ২৪ নভেম্বর বিকেল ৫টার দিকে কাজ শেষে বাড়ি আসার জন্য ইটভাটা থেকে বের হয়। এরপর থেকে বাড়ি বা ইটভাটা কোথাও তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এ নিয়ে চরম দুঃশ্চিন্তায় রয়েছে তার পরিবার।
তার পিতা গোলাম হোসেন বলেন, আমার ছেলেকে কেউ খোঁজে পেলে ০১৯২৪২৯৪৬০১ অথবা ০১৯৭১০১৩০৫৭ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। এ ব্যাপারে সোহেল মিয়ার পিতা গোলাম হোসেন শ্রীবরদী থানায় জিডি করেছেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com