ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের পাঁচদিন পর সোহেল মিয়া ওরফে বাবু (৩১) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সকাল দশটার দিকে পুলিশ সোহেলের কর্মস্থল জালাল ব্রিক্স এর অদূরে একটি ডোবা থেকে তার গলিত লাশ উদ্ধার করে। নিহত সোহেল উপজেলার নয়ানী শ্রীবরদী গ্রামের গোলাপ হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবার জানায়, গত ২৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সোহেল তার নয়ানী শ্রীবরদী গ্রামের বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন সোহেলের সন্ধান পায়নি। পরে সোহেলের বাবা গোলাপ হোসেন শুক্রবার শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একপর্যায়ে শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এলাকাবাসী নয়ানী শ্রীবরদী গ্রামের একটি ডোবার কচুরিপানার নিচে সোহেলের মরদেহ দেখতে পান। সংবাদ পেয়ে শ্রীবরদী থানার পুলিশ সকাল দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, মরদেহটি গলিত ছিল। ফলে গায়ে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।