হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের বড় বাজারে মধ্যরাতে আগুনে পুড়ে ১৩টি দোকানের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (২৯ নভেম্বব) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা।
বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতা শাহিদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ডা. আবুল হোসেন, আলমগীর মিয়া, আব্দুস ছালাম, কালাম মিয়া, ইবনে সিনা ফার্মেসি, নাজমুল মিয়াসহ ১৩টি দোকান পুড়ে গেছে।
তাৎক্ষণিক খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।