ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে গরুসহ এক গরু চোরকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। গত ২৮ নভেম্বর ভোর রাতে উপজেলার উত্তর গিলাগাছা গ্রামের লোকজন দুইটি ওই গরু চোরকে আটক করে থানা পুলিশকে সংবাদ দেয়। শ্রীবরদী থানা পুলিশ সংবাদ পেয়ে ওই এলাকায় গিয়ে গরুসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত গরু চোর মথুরাদী গ্রামের ছবেদ আলীর ছেলে হেলাল উদ্দিন ওরফে হেলি (৪৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২৮ নভম্বের গভীর রাতে উত্তর গিলাগাছা মোজাম্মেল হকের ছেলে জজ মিয়ার গোয়াল ঘর থেকে দুইটি গরু চোর করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী টের পায়। এ সময় গরুসহ হেলাল উদ্দিন ওরফে হেলিকে আটক করে এলাকাবাসী।
এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত হেলাল উদ্দিন ওরফে হেলিকে আদালতে সোর্পদ করা হয়েছে।