1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান সালাম শিকদারের জানাজা ও দাফন সম্পন্ন

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম শিকদারের নামাজের জানাজা সম্পান্ন হয়েছে।
শনিবার বেলা ১১.৩০ মিনিটে ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিতি হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নামাজের জানাজা আগে মরহুম আবদুল সালাম শিকদারের কর্মময় জীবনের উপর আলেচনা করেন পটুয়াখালী-৪, কলাপাড়া আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব এমপি, উপজেলা পরিদষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক ও বালিয়তলী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মো. হুমায়ন কবির।
এসময় উপস্থিত ছিলেন সাবেক পনি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব মাহাবুবুর রহমান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ ড.শহীদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর ব্যবসায়ি সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, পৌর ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ফিরোজ শিকদার, এসএম মোশারেফ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম লিটন, মহিপুর থানা যুবলীগের আহব্বায়ক এএম মিজানুর রহমান বুলেটসহ কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজারো জনগণ।
উল্লেখ, শুক্রবার সকাল ৬ টার দিকে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহী…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও ৫ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com